নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুনের নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম। সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা।
এসময় মৎস্য চাষের গুরুত্ব ও লাভসহ বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম। আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সফল মাছচাষী প্রমুখ।
আলোচনা শেষে সফল উদ্যােক্তা ও মাছ চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।