স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার সকাল থেকে রাজশাহীর কাজীহাটা এলাকায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষ হবে আগামী বুধবার (২০ আগস্ট)। সোমবার কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
এ সময় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম এবং রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত ছিলেন। দিনভর সেশান পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী প্রশিক্ষক জিয়াউর রহমান।
প্রথম দিন সাংবাদিকতার নীতিশাস্ত্র, মানসম্মত প্রতিবেদন তৈরি, নারী সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে দলগত কাজে সারাদিনের কর্মশালার মূল্যায়ণ করা হয়।