নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:২৫। ১৯ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

আগস্ট ১৮, ২০২৫ ৮:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার সকাল থেকে রাজশাহীর কাজীহাটা এলাকায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষ হবে আগামী বুধবার (২০ আগস্ট)। সোমবার কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

আরও পড়ুনঃ  জুলিয়ান উডের হাতে থাকা এই ব্যাটের কাজ কী?

এ সময় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম এবং রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত ছিলেন। দিনভর সেশান পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী প্রশিক্ষক জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  পোষ্য কোটা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

প্রথম দিন সাংবাদিকতার নীতিশাস্ত্র, মানসম্মত প্রতিবেদন তৈরি, নারী সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে দলগত কাজে সারাদিনের কর্মশালার মূল্যায়ণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।