নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:০৮। ১৯ আগস্ট, ২০২৫।

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আগস্ট ১৮, ২০২৫ ১০:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় তিনজন সফল ব্যবসায়ী বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  আরএমপির তিন থানার ওসিসহ সাত কর্মকর্তা বদলি

বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরা হয়। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নারী সাফের সংবাদ সম্মেলনেও ‘পাঙাস মাছ’ প্রসঙ্গ

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।