নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:৪১। ২৩ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা

আগস্ট ১৮, ২০২৫ ৫:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর হড়গ্রাম বাজার ও হরিয়ান বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহারবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন।

আরও পড়ুনঃ  নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক নীল রতন সরকার। অভিযানে সহযোগিতা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল।

অভিযানে ৪টি দোকান থেকে ২ হাজার ৯৯০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়। এ সময় দোকান মালিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয় ও উৎপাদনের অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আরও পড়ুনঃ  আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।