নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:১৩। ১৯ আগস্ট, ২০২৫।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিলেন আবু ইউসুফ

আগস্ট ১৯, ২০২৫ ৫:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ঋণের টাকার জন্য মুখে বিষ ঢেলে রিকশা চালককে হত্যা, সুদের কারবারি গ্রেফতার

নতুন সচিব হিসেবে যোগদানের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

আরও পড়ুনঃ  বক্স অফিসে কত আয় করল ‘ধূমকেতু’

ড. ইউসুফ প্রশাসন ক্যাডার পুলে যুক্ত হয়ে দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা ও আর্থিক খাতে অভিজ্ঞতার কারণে তিনি বিশেষভাবে পরিচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।