নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সামনের নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হয়, বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হতে পারে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “আমরা ফ্যাসিস্টদের বিচার ও সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে, নির্বাচন যেন কোনোভাবেই বিলম্বিত না হয়। কারণ, সময়মতো নির্বাচনই গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে।”
জনসভায় উপস্থিত ছিলেন—নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।