নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৪:৩২। ২০ আগস্ট, ২০২৫।

অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে : মালাইকা

আগস্ট ২০, ২০২৫ ১২:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার বয়স নিয়ে নিয়মিত সমালোচনার শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ৫১ বছর বয়সী মালাইকা জানান, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন। এমন মন্তব্য শুনলে তার খারাপ লাগে, তবে তিনি এসবকে পাত্তা দেন না।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে যৌথভাবে হালাল পণ্য উৎপাদন করতে পারে মালয়েশিয়া-বাংলাদেশ: ড. ইউনূস

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে। কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এই সব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।’

মালাইকা জানান, অনেকেই তার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বের পেছনের সংবেদনশীল মানুষটিকে দেখতে পায় না। যখন তাকে বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়, তখন তার কষ্ট হয়।

আরও পড়ুনঃ  ডা. নিতাই হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

তবে এই ধরনের কটাক্ষের জবাবে মালাইকা ইতিবাচক মনোভাব দেখানোর চেষ্টা করেন। তিনি সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এগিয়ে যান এবং যা খুশি বলতে থাকুন। আমার তাতে কোনও অসুবিধা নেই।’

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে সাবেক সমন্বয়কের স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা

মালাইকার ছেলে আরহান খান তার পাশে সবসময় থাকেন। মালাইকা বলেন, ‘আমার ছেলে আমার সবচেয়ে বড় ভরসা। সে সব সময় আমাকে বোঝায়, ‘কে কী বলছে, তাতে কী যায় আসে? তুমি কেন মন খারাপ করছ?’ ’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।