নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:৩০। ২১ আগস্ট, ২০২৫।

কাল রাজশাহী সফরে আসছেন প্রধান নির্বাচন কমিশনার

আগস্ট ২১, ২০২৫ ৪:২৮
Link Copied!

তথ্যবিবরণী : প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন নির্বাচন সংশ্লিষ্টদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় করতে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) রাজশাহী আসবেন। তিনি বিকাল সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুনঃ  গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে

শনিবার (২৩ আগস্ট) সকাল দশটায় রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগণের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাড়ে ৬ হাজার মানুষ পানিবন্দী

ওইদিন বিকাল সাড়ে তিনটায় তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ  ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে আটটায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।