নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:২৪। ২১ আগস্ট, ২০২৫।

সাংবাদিককে অপহরণ করে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

আগস্ট ২১, ২০২৫ ৪:৫৬
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কামারখন্দ উপজেলা ছাত্রদল। তার নাম মুন্না সরকার, তিনি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।

গতকাল বুধবার (২০ আগস্ট) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান এবং সদস্য সচিব তানভীর ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষক হত্যা ও হোলি আর্টিজানের মামলা থেকে পার পেয়েছিলেন অনিন্দ্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম মুঠোফোনে জানান, সম্প্রতি একজন সাংবাদিককে অপহরণের পর ব্যাপক মারধরের বিষয়ে অবগত হওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করে উপজেলা ছাত্রদল। পরে ঘটনার সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ

এরই পরিপ্রেক্ষিতে মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদল এর আগেও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

উল্লেখ্য, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামক একটি সংবাদমাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এর জেরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এরপর সাংবাদিক রুবেল তালুকদারের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।