নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৬:৪৮। ২৩ আগস্ট, ২০২৫।

নাটোরে চিনিকলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেফতার

আগস্ট ২২, ২০২৫ ১০:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : নাটোরের সুগার মিলে সংঘবদ্ধ ডাকাতিতে ৯০ লাখ টাকার যন্ত্রাংশ লুট মামলার অন্যতম প্রধান আসামি নাজমুল হুদাকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (২২ আগস্ট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার নাজমুল হুদা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামের মোকদম আলীর ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে রি-জেন প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

র‌্যাব জানায়, গত ৩ আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একদল সংঘবদ্ধ ডাকাত নাটোর সুগার মিলের নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ টাকার যন্ত্রাংশ লুট করে। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ ও র‌্যাব-৫ এর সদস্যরা যৌথভাবে নাজমুলকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু আজ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। পরে তাকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।