নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৮:৫২। ২৪ আগস্ট, ২০২৫।

নিজের প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে গাজা দখলে জোর দিচ্ছেন নেতানিয়াহু

আগস্ট ২৩, ২০২৫ ৯:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনরায় দখল করার ওপর জোর দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদি গাজা দখল না করেন তাহলে তার সরকার ভেঙে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি মারিভ। সেনাবাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, “গিদিয়ন চ্যারিয়ট-২ নামে নতুন অভিযান এগিয়ে নিতে জোর দিচ্ছেন নেতনিয়াহু। তিনি জানেন গাজায় এই অভিযান ছাড়া সরকার টিকিয়ে রাখতে পারবেন না এবং তার সরকার ভেঙে যাবে।”

আরও পড়ুনঃ  তানোরে গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে বিএনপির সমাবেশ

গাজার গাজা সিটিতে হামলা ও উপত্যকাটি দখল না করে কোনো চুক্তি বা যুদ্ধ বন্ধ করলে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দুই উগ্রপন্থি ইতামার বেন গিভির ও বেজায়েল স্মোরিচ। দুজনই নেতানিয়াহুর জোট সরকারের অংশ এবং তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাদের গোয়ার্তুমির কারণে গাজা যুদ্ধ ২৩ মাসে পা দিয়েছে।

সেনাবাহিনীর ওই সূত্রটি বলেছেন, “দুই সপ্তাহ আগে মার্কিন দূত স্টিভ উইটকোফের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা করছিল। যেটিতে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরুর ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু হামাস যখন ইসরায়েলের সব দাবি মেনে নিয়েছে তখন ইসরায়েলি সরকার ভিন্নভাবে কথা বলছে। সরকার এখন পূর্ণাঙ্গ চুক্তির কথা বলছে।”

আরও পড়ুনঃ  ভারতে বাংলাদেশ-বিরোধী কার্যকলাপ নিয়ে অবগত নয় নয়াদিল্লি : জয়সওয়াল

নেতানিয়াহুর চাওয়া অনুযায়ী সেনাবাহিনী এখন গুরুত্বের সঙ্গে গাজা সিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন সূত্রটি। এর অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে রিজার্ভ সেনার সমাবেশ ঘটানো হবে। এছাড়া যেসব রিজার্ভ সেনা এখন যুদ্ধ করছেন তাদের মেয়াদ বৃদ্ধির নোটিশও দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব কটি জলকপাট

সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এখন ধারণা করছে, তাদের নতুন করে আরও কয়েকমাস যুদ্ধ করতে হবে।

গাজা পুরোপুরি দখল করতে গাজা সিটির মানুষকে দক্ষিণাঞ্চলে সরানো হবে। এর অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের ইউরোপীয় হাসপাতাল প্রস্তুত করে সেখানে রোগীদের নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল।

সূত্র: ডেইলি মারিভ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।