নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৮:৫১। ২৪ আগস্ট, ২০২৫।

এশিয়া কাপের আগে ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ দিলো বিসিবি

আগস্ট ২৩, ২০২৫ ৯:৩১
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের মাটিতে। সেখানে আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আগে শেষ সময়ের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। আর এই দুই সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনলো বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

ভারতের অক্ষয় হিরামেথকে কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গেল ২১ আগস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

এর আগে অবশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খণ্ডকালীন পারফরম্যান্স এনালিস্ট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন তিনি। এবার পেলেন এক বছরের দায়িত্ব।

আরও পড়ুনঃ  জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী

২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত অক্ষয়ের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

১৫ হাজার ডলারে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। সবমিলিয়ে বিসিবির থেকে বছরে তিন কিস্তিতে বেতন নেবেন অক্ষয়। এর আগে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অ্যানালিস্টের কাজ করেছিলেন অক্ষয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।