নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৩:৪৯। ২৪ আগস্ট, ২০২৫।

রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

আগস্ট ২৩, ২০২৫ ১১:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১১ টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগ শিক্ষার্থী জীহাদ, সিভিল টেকনোলজি বিভাগের জাকির, সিভিল বিভাগ নীড়, মেকানিক্যাল বিভাগের রাহিদ হোসেন।

আরও পড়ুনঃ  নাটোরে চিনিকলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেফতার

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (DMTCL) বিএসসি ইঞ্জিনিয়ারদের করা অযৌক্তিক রিট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : রিজওয়ানা

এসময় বক্তারা দাবি করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিত না করা হলে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হবেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, “রিট প্রত্যাহার না হলে আমরা রাস্তায় নেমে ব্লক, বিক্ষোভসহ কঠোর আন্দোলন করব।”

আরও পড়ুনঃ  ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা

তাদের তিন দফা দাবির মধ্যে অন্যতম হলো-
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগে বাধা দূর করা।
২. চাকরিক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতি বাতিল করা।
৩. শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।