স্টাফ রিপোর্টার : অপরাধ দমন ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বলে জানিয়েছেন র্যাব-৫ (রাজশাহী) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ।
সোমবার রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সদর দফতরে আয়োজিত মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে। সাংবাদিকদের তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কথা জানান। একই সঙ্গে কোনো তথ্য পেলে যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, র্যাব-৫ সবসময় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অপরাধ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাব। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন।
এ সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।