নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। ভোর ৫:৫৭। ২৬ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আগস্ট ২৫, ২০২৫ ৬:৩০
Link Copied!

স্টাফ রিপোর্টার : সরকারি মাধ্যমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩

মানববন্ধন শেষে বাসমাশিস নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন।

তাদের ৫ দাবিসমূহ গুলো হলো:

১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা

২. সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতির সুযোগ

৩. আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল

আরও পড়ুনঃ  মেঘনা নদীতে পাওয়া গেল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

৪. শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদায়ন

৫. বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন জরুরি। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  বানেশ্বর হাটে অসুস্থ গরুর জবাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড

এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ, স্কুল পরিদর্শক আব্দুর রব সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক মো. শহীদুল্লাহ, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ শাহ নেওয়াজ খান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।