নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৩:৩৫। ২৭ আগস্ট, ২০২৫।

বাউবি নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নামজারী সম্পন্ন

আগস্ট ২৫, ২০২৫ ৯:০৪
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী : বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ বছর পর বিভিন্ন প্রতিকূলতা যেমন শরীকানা দন্দ্ব, জমির মালিক কর্তৃক চেক গ্রহণে অস্বীকৃতি প্রভৃতি জটিলতা নিরসন করে অবশেষে ভূমি নামজারী সম্পন্ন হয়েছে।

এ প্রক্রিয়ায় উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক শাহ মোহা: আব্দুল মালেক তাঁর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অবস্থান ও নিরলস পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নওগাঁ এসি ল্যান্ড সালমান হাবিব শুনানিতে শাহ আব্দুল মালেক-এর বক্তব্যে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমির নামজারী অনুমোদন প্রদান করেন।

আরও পড়ুনঃ  রাবিতে ফল প্রকাশসহ ৪ দফা দাবিতে আরবি বিভাগে তালা

উল্লেখ্য, শাহ আব্দুল মালেক-এর এই সাফল্য নতুন নয়। এর আগে নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ১৮ বছর ধরে চলমান ফৌজদারি মামলাসমূহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় ঘোষিত হয়। মোট ৫ (পাঁচটি) মামলার নিষ্পত্তিতে তাঁর প্রত্যক্ষ ভূমিকা ছিল। এরই ধারাবাহিকতায় নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি উদ্ধার, সীমানা প্রাচীর নির্মাণ ও মূল গেট স্থাপন সম্ভব হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নওগাঁ ও নাটোর উভয় উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসন হওয়ায় কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাসেবা সহজতর হবে বলে আশা করা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।