নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:১২। ২৭ আগস্ট, ২০২৫।

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে লিফলেট বিতরণ

আগস্ট ২৬, ২০২৫ ২:৩০
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ লিফলেট বিতরণে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

এ সময় উপস্থিত ছিলেন-বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কৃষি বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক খোকন।

আরও পড়ুনঃ  রিমান্ডের পর অসুস্থ, আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় বন্যার অবনতি ভারতের পানিতে

লিফলেট বিতরণ শেষে নুরুজ্জামান লিটন বলেন- দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমি আজ শপথ গ্রহণ করলাম। শার্শা উপজেলার ১৭২টি গ্রামের ঘরে ঘরে এ কর্মসূচির বাস্তবায়ন পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।