নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:৪০। ২৭ আগস্ট, ২০২৫।

বাগমারায় রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত

আগস্ট ২৬, ২০২৫ ৭:৫৮
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুর মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিতি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় রানী নদী (ভবানীগঞ্জ সুইচগেট সংলগ্ন) এবং আউচপাড়া ইউনিয়নের কম্পো নদীর হাটখুঁজিপুর অংশে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। উক্ত প্রকল্প বাস্তবায়ন করছেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।