নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৫২। ২৯ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে মাদকসাক্ত ভাতিজার হাতে ফুফুর গলা কেটে হত্যা

আগস্ট ২৮, ২০২৫ ১০:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার : নেশার জন্য টাকা চেয়ে না পাওয়ায় রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মো. রকি (২২) নামের যুবকের বিরুদ্ধে এই অভিযোগ, যিনি আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে। রকি মাদকসাক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বেনাপোলের বাহাদুরপুরে ভারতীয় পানির চাপে শতশত ঘর-বাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী

তারা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েকদফা তার ফুফুর গলায় ছুরি চালান। ফলে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করেন। তবে রকি পালিয়ে যান।

আরও পড়ুনঃ  নওগাঁয় অটোরিকশাচালক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

এলাকার লোকজন জানান, রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আর নিহত আফি খাতুন অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে চলতেন।

আরও পড়ুনঃ  গোটা জাতি এখন নির্বাচনমুখী : বিভাগীয় কমিশনার

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে সম্পৃক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।