নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:৩৩। ২৯ আগস্ট, ২০২৫।

বেনাপোলে নিজের বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা

আগস্ট ২৯, ২০২৫ ১১:২৯
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : পোর্ট থানা বেনাপোল ছোট আঁচড়া গ্রামের নিজের বাড়ির সামনে মিজানুর রহমান (৪০) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার২৯আগস্ট গভীর রাতে নিজ বাড়ির ভেতরে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, মিজানুর উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।