নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৪৬। ২৯ আগস্ট, ২০২৫।

বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আগস্ট ২৯, ২০২৫ ৪:২৯
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশ’ বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে সংগঠনের পক্ষে জামায়াতে ইসলামী‘র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান এ ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আরও পড়ুনঃ  রাকসুর ভোটার তালিকা থেকে প্রথম বর্ষকে বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

এ সময় মাওলানা আজীজুর রহমান বলেন, বেনাপোল পৌর উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল স্তরের সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান। এ সংগঠনকে সব সময় যেকোনো দুর্যোগকালীন মুহুর্তে দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন, এই সংগঠনের উদ্দেশ্যে ও কাজ সব সময় অসহায়, দরিদ্র ও গরীব মানুষের পাশে দাঁড়াানো। আমরা এই সংগঠনটি সবেমাত্র গঠন করেছি। এলাকার যেকোন দুর্যোগকালীন সময়ে আমরা অসহায় গরীব মানুষের পাশে আছি থাকবো। আগামীতে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের উপকার করায় আমাদের ব্রত।

আরও পড়ুনঃ  রাবিতে ফল প্রকাশসহ ৪ দফা দাবিতে আরবি বিভাগে তালা

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর উন্নয়ন ও দরিদ্র সেবা কমিটির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, সাধারন সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ দুদু, উপদেষ্টা মো. রেজাউল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, আলহাজ্ব নূরুল হক, মাওলানা রিয়াসাদ আলী, মাওলাদা আব্দুর রহিম, সদস্য মাওলানা আনোয়ারুল কবির, জিয়ারুল ইসলাম, হাসানুজ্জামান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।