নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১০:১৬। ২৯ আগস্ট, ২০২৫।

চ্যাম্পিয়নস লিগে কে কার প্রতিপক্ষ, পূর্ণাঙ্গ তালিকা

আগস্ট ২৯, ২০২৫ ৬:০৯
Link Copied!

অনলাইন ডেস্ক :  মোনাকোতে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বের ড্র। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ড্র পরিচালনায় সাহায্য করেন ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ ও কাকা।

নতুন ফরম্যাটে দ্বিতীয়বারের মতো ৩৬ দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রথম পর্বে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। এর মাঝে চারটি ঘরের মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে।

গত মৌসুমে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতা প্যারিস সেইন্ট জার্মেইনন এবারও ফেভারিটের তালিকায় রয়েছে। তবে ছেড়ে কথা বলবে না রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনাসহ ইংলিশ দলগুলো। একনজরে দেখে নিন এবারের চ্যাম্পিয়নস লিগে কে কার প্রতিপক্ষ-

পট ১ দলসমূহ

রিয়াল মাদ্রিদ

হোম: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্শেই, মোনাকো
অ্যাওয়ে: লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি

ম্যানচেস্টার সিটি
হোম: বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, নাপোলি, গ্যালাতাসারে
অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, বোদো/গ্লিম্ট, মোনাকো

বায়ার্ন মিউনিখ
হোম: চেলসি, ক্লাব ব্রুগ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে: প্যারিস সেইন্ট জার্মেইন, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, পাফোস

লিভারপুল
হোম: রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোভেন, কারাবাখ
অ্যাওয়ে: ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্শেই, গ্যালাতাসারে

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৩

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)
হোম: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, টটেনহ্যাম, নিউক্যাসল
অ্যাওয়ে: বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, স্পোর্টিং সিপি, অ্যাথলেটিক ক্লাব

ইন্টার মিলান
হোম: লিভারপুল, আর্সেনাল, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি
অ্যাওয়ে: বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাথলেটিকো মাদ্রিদ, আয়াক্স, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

চেলসি
হোম: বার্সেলোনা, বেনফিকা, আয়াক্স, পাফোস
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, নাপোলি, কারাবাখ

বরুশিয়া ডর্টমুন্ড
হোম: ইন্টার মিলান, ভিয়ারিয়াল, বোদো/গ্লিম্ট, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহ্যাম, কোপেনহেগেন

বার্সেলোনা
হোম: প্যারিস সেইন্ট জার্মেইন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন
অ্যাওয়ে: চেলসি, ক্লাব ব্রুগ, স্লাভিয়া প্রাগ, নিউক্যাসল

পট ২ দলসমূহ

আর্সেনাল
হোম: বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি
অ্যাওয়ে: ইন্টার মিলান, ক্লাব ব্রুগ, স্লাভিয়া প্রাগ, অ্যাথলেটিক ক্লাব

বায়ার লেভারকুসেন
হোম: প্যারিস সেইন্ট জার্মেইন, ভিয়ারিয়াল, পিএসভি আইন্দোভেন, নিউক্যাসল
অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, বেনফিকা, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন

অ্যাথলেটিকো মাদ্রিদ
হোম: ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বোদো/গ্লিম্ট, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে: লিভারপুল, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, গ্যালাতসারাই

বেনফিকা
হোম: রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নাপোলি, কারাবাখ
অ্যাওয়ে: চেলসি, জুভেন্টাস, আয়াক্স, নিউক্যাসল

আতালান্তা
হোম: চেলসি, ক্লাব ব্রুগ, স্লাভিয়া প্রাগ, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে: প্যারিস সেইন্ট জার্মেইন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্শেই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

ভিলারিয়াল
হোম: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আয়াক্স, কোপেনহেগেন
অ্যাওয়ে: বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম, পাফোস

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় ৫ দিন বাড়ল, পেছাবে ভোটের তারিখ

জুভেন্টাস
হোম: বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, স্পোর্টিং সিপি, পাফোস
অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, ভিলারিয়াল, বোদো/গ্লিম্ট, মোনাকো

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
হোম: লিভারপুল, আতালান্তা, টটেনহ্যাম, গ্যালাতসারাই
অ্যাওয়ে: বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, নাপোলি, কারাবাখ

ক্লাব ব্রুগ
হোম: বার্সেলোনা, আর্সেনাল, মার্শেই, মোনাকো
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, স্পোর্টিং সিপি, কাইরাত আলমাতি

পট ৩ দলসমূহ

টটেনহ্যাম হটস্পার
হোম: বরুশিয়া ডর্টমুন্ড, ভিলারিয়াল, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন
অ্যাওয়ে: প্যারিস সেইন্ট জার্মেইন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বোদো/গ্লিম্ট, মোনাকো

পিএসভি আইন্দোভেন
হোম: বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, নাপোলি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে: লিভারপুল, বায়ার লেভারকুসেন, অলিম্পিয়াকোস, নিউক্যাসল

আয়াক্স
হোম: ইন্টার, বেনফিকা, অলিম্পিয়াকোস, গ্যালাতাসারে
অ্যাওয়ে: চেলসি, ভিলারিয়াল, মার্শেই, কারাবাখ

নাপোলি
হোম: চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্পোর্টিং সিপি, কারাবাখ
অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, বেনফিকা, পিএসভি আইন্দোভেন, কোপেনহেগেন

স্পোর্টিং সিপি
হোম: প্যারিস সেইন্ট জার্মেইন, ক্লাব ব্রুগ, মার্শেই, কাইরাত আলমাতি
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, নাপোলি, অ্যাথলেটিক ক্লাব

অলিম্পিয়াকোস
হোম: রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, পিএসভি আইন্দোভেন, পাফোস
অ্যাওয়ে: বার্সেলোনা, আর্সেনাল, আয়াক্স, কাইরাত আলমাতি

স্লাভিয়া প্রাগ
হোম: বার্সেলোনা, আর্সেনাল, বোদো/গ্লিম্ট, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে: ইন্টার, আতালান্তা, টটেনহ্যাম, পাফোস

বোদো/গ্লিম্ট
হোম: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহ্যাম, মোনাকো
অ্যাওয়ে: বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাথলেটিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাগ, গ্যালাতাসারে

আরও পড়ুনঃ  ‘বাবা চাইতেন না আমি নায়িকা হই’

মার্শেই
হোম: লিভারপুল, আতালান্তা, আয়াক্স, নিউক্যাসল
অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

পট ৪ দলসমূহ

কোপেনহেগেন
হোম: বরুশিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলি, কাইরাত আলমাতি
অ্যাওয়ে: বার্সেলোনা, ভিলারিয়াল, টটেনহ্যাম, কারাবাখ

মোনাকো
হোম: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহ্যাম, গ্যালাতসারাই
অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগ, বোদো/গ্লিম্ট, পাফোস

গ্যালাতাসারে
হোম: লিভারপুল, অ্যাথলেটিকো মাদ্রিদ, বোদো/গ্লিম্ট, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আয়াক্স, মোনাকো

ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
হোম: ইন্টার, আতালান্তা, মার্শেই, নিউক্যাসল
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোভেন, গ্যালাতসারাই

কারাবাখ
হোম: চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আয়াক্স, কোপেনহেগেন
অ্যাওয়ে: লিভারপুল, বেনফিকা, নাপোলি, অ্যাথলেটিক ক্লাব

অ্যাথলেটিক ক্লাব
হোম: প্যারিস সেইন্ট জার্মেইন, আর্সেনাল, স্পোর্টিং সিপি, কারাবাখ
অ্যাওয়ে: বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, স্লাভিয়া প্রাগ, নিউক্যাসল

নিউক্যাসল ইউনাইটেড
হোম: বার্সেলোনা, বেনফিকা, পিএসভি আইন্দোভেন, অ্যাথলেটিক ক্লাব
অ্যাওয়ে: প্যারিস সেইন্ট জার্মেইন, বায়ার লেভারকুসেন, মার্শেই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ

পাফোস এফসি
হোম: বায়ার্ন মিউনিখ, ভিলারিয়াল, স্লাভিয়া প্রাগ, মোনাকো
অ্যাওয়ে: চেলসি, জুভেন্টাস, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি

কাইরাত আলমাতি
হোম: রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগ, অলিম্পিয়াকোস, পাফোস
অ্যাওয়ে: ইন্টার, আর্সেনাল, স্পোর্টিং সিপি, কোপেনহেগেন।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।