মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাস্তার দু’পাশে পরিবেশ বান্ধব গাছ তালের আঁটি বপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ আগস্ট বিকাল ৪টায় সময় অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলায় লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর-আন্দোলপোতা সড়কের শৈলন বিল নামক স্থানে রাস্তার দু’পাশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক এ সামাজিক কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনন এর সভাপতি সংস্থাপণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর খালেক, উপদেষ্টা সদস্য প্রফেসর অর্থোপেডিক ডাক্তার হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আকতার উজ জামান, সাংগঠনিক সম্পাদক মসিয়ার রহমান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শাহজাহান কবিরসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির বিভিন্ন পদের অধিকাংশ সদস্যগণ।
উল্লেখ্য, এ কার্যক্রম অনুষ্ঠানে লক্ষণপুর-আন্দোলপোতা সড়কের শৈলন বিল নামক রাস্তার দু’পাশে বজ্র নিরোধক পরিবেশ বান্ধব গাছ আড়াই হাজার তালের আঁটি বপন করা হয়।