নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৩৯। ৩০ আগস্ট, ২০২৫।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি, তবে খোলা থাকবে জরুরি সেবা

আগস্ট ২৯, ২০২৫ ১০:২৯
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার, ৬ সেপ্টেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে ৫ সেপ্টেম্বর এ ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়—চলতি বছর ২৬ আগস্ট থেকে হিজরি রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে ১২ রবিউল আউয়াল, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী (সা.), এবার পড়ছে ৬ সেপ্টেম্বর, শনিবার। এ কারণে আগের ঘোষিত তারিখ সংশোধন করে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফিক্সিং কাণ্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির!

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  চলে গেলেন পুঠিয়া ইউএনও, নিয়ে গেলেন হাজারো মানুষের ভালোবাসা, হয়ে ছিলেন আস্থার প্রতিক

তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার কোলে তুহিনের শিশু ফাহিম, দ্রুত বিচারের আশ্বাস

ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কিনা, তা নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।