নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১০:১৪। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৫ ১২:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে তিনি নুরের সঙ্গে ফোনে কথা বলেন।

আরও পড়ুনঃ  নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

রাষ্ট্রপতি জানান, নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুনঃ  ৮দিনের অবস্থান কর্মসূচি, আগামীকাল ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করে বলেন, এ জঘন্য হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  বাঘায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির খোঁজ নেওয়া ও বক্তব্যের তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।