নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:২৬। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আগস্ট ৩১, ২০২৫ ১১:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার : কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আলী ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, বৃক্ষরোপণের মহৎ উদ্যোগের জন্য আমরা পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই। ইতোমধ্যে ব্যাংকটি দেশের কয়েকটি কারাগারে ফলজ এবং বনজ গাছ বিতরণ করেছে। এর ফলে কারাগারের পরিবেশ আরও সুন্দর হবে। কারাগারে কর্মরত ব্যক্তি এবং বন্দিরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে: মিলন

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, কার্বনডাই অক্সাইডের ক্ষতিকর নিঃসরণ দূর করতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষারোপণের উদ্যোগ নিয়েছি। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে, যেন অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাই। একারণে আমরা রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে তিন হাজার ফলজ এবং বনজ গাছ প্রদান করেছি।

আরও পড়ুনঃ  রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রক্টরসহ আহত ২০

এসময় কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন একটি লিচু গাছ এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী একটি আম গাছ রোপণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, অপসারনের দাবিতে মানববন্ধন

কর্মসূচিতে দুটি প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি প্রিজন) জান্নাতুল ফরহাদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুব্রত কুমার বালাসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।