নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:৫৪। ২ সেপ্টেম্বর, ২০২৫।

অনুশোচনা নেই উমামা ফাতেমার, সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের সামনে উমামা ফাতেমা জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন।

আরও পড়ুনঃ  দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

হাইকোর্টের রায় ও পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। তবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  বাসর ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামী কারাগারে

দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া সাংবাদিক ফকরুল ইসলাম বলেন, মাল্টিমিডিয়া রিপোর্টারদের সমালোচনা করে উমামা বক্তব্য দিয়েছিলেন। এতে আমরা চরমভাবে অপমানিত বোধ করেছি। কিন্তু তিনি এ বিষয়ে কোনো দুঃখপ্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেননি। তাই আমরা সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।