নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:৫৫। ২ সেপ্টেম্বর, ২০২৫।

তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে : সেলিমা রহমান

সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:১৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের রাজশাহী মহানগর ও জেলা আয়োজিত এক পথসভায় তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। সোমবার বিকেলে রাজশাহী নগরেরর বাটার মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিমা রহমান।

আরও পড়ুনঃ  নতুন রেকর্ড পোলার্ডের, ধারেকাছে নেই আর কেউ

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ সংস্কারের প্রথম নায়ক। তারই সুযোগ্য পূত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুনেধরা দেশকে আবারও সংস্কার করার জন্য ৩১ দফা দিয়েছেন। এটা বাস্তবায়ন হলেই আর কোন ধরনের সংস্কারের প্রয়োজন নেই। এ জন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক পদ্ধতি জিয়িয়ে রাখার কোন প্রয়োজন নেই।’

আরও পড়ুনঃ  রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন

 

পথসভায় সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক কে.এম ওবায়দুর রহমান চন্দন পথসভা সঞ্চলনা করেন। পথসভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।