নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৬:৩৭। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সুজন আলী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর শিরোইল সাড়ে ৩ নম্বর গলিতে সুজনের ভাড়া বাসায় এ অভিযান চালান থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালেন চবি শিক্ষার্থী ও স্থানীয়রা

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে সুজনের শোয়ার ঘরের খাটের তোশকের নিচ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

এ ব্যাপারে সুজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।