নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:২৯। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

সেপ্টেম্বর ২, ২০২৫ ১০:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ৫ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) তারিখে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। এ উপলক্ষে রাজশাহী নগরীর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুনঃ  লালপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ), ২৬ এর ১ (ট) এবং ৩৩ এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মহানগর এলাকায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান ও উন্মুক্ত স্থান/ছাদে—

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ

১। আতশবাজি, ফানুস, পটকা ইত্যাদি ক্রয়-বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় হিংসাত্মক উদ্দেশ্যে আঘাত করার মতো অস্ত্রশস্ত্র যেমন—তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আজ ২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।