নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:২৯। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

সেপ্টেম্বর ২, ২০২৫ ১০:২৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হোসেন আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুনঃ  নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক।

নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। সঙ্গে ছিলেন এএনএম আশিকুর রহমান খান।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে প্রার্থী ৫১ বছরের মোর্শেদ

এর আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে নিবন্ধন না দেওয়ায় দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুনঃ  অপচিকিৎসার ফাঁদে গ্রামের মানুষ

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।