নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:৩২। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাকসু নির্বাচনে প্রার্থী ৫১ বছরের মোর্শেদ

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন চার কন্যার পিতা ও ৫১ বছর বয়সি শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে এরকম ঘটনা আগে দেখা যায়নি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোর্শেদ খান বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র নেওয়ার পর তিনি বলেন, “আমার বয়স এখন ৫১ বছর। রাকসুর প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়নপত্র নিয়েছি। আমি আশাবাদী জিততে পারব, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন ও উৎসাহ দেন। জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।”

আরও পড়ুনঃ  ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, সুফল পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দীর্ঘ যাত্রা নিয়ে বলেন, “২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম। তবে পারিবারিক কারণে পড়াশোনা বন্ধ করতে হয়। পরে বিভিন্ন কোম্পানিতে চাকরি করার পর মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পরীক্ষার মাধ্যমে পুনরায় শিক্ষাজীবন শুরু করি। এরপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাবিতে ভর্তি হই।”

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

তিনি তার ব্যক্তিজীবনও তুলে ধরেন, “আমি বিবাহিত, চার কন্যার পিতা। গত মাসে এক মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে, সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক, আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।”

আরও পড়ুনঃ  ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

মোর্শেদ খানের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।

এদিকে, বুধবারই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়। ডোপ টেস্টের সময়সীমাও একই দিনে শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়নপত্র গ্রহণ চলছে। এ পর্যন্ত সিনেটে দুজন ও কেন্দ্রীয় পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।