নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:৫৬। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীর গোদাগাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : ৩ বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এর সভাপতিত্বে গোদাগাড়ী উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকতার আলী, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার হুমাঈরা সুলতানা এবং স্কুলটির প্রধান শিক্ষক মোছা: জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  অপচিকিৎসার ফাঁদে গ্রামের মানুষ

অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিথিবৃন্দ এসময় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশব্যাপি প্রতিভা অন্বেষণ বিষয়ক “নতুন কুড়ি-২০২৫” প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামের অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক

নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।