নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৭:১৪। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ১

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ জনকে গ্রেপ্তারসহ ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত মো: সুজন হোসেন (৩৯) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার নুর হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  ‘জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে’

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ভোরে চন্দ্রিমা থানা এলাকায় আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তির অবৈধ আগ্নেয়াস্ত্র আছে।

আরও পড়ুনঃ  ‘হৃদয়ে অমলিন এক নাম সাবিনা ইয়াসমিন’

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী ভোর সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ১টি অবৈধ মরিচাধরা রিভলবার জব্দ করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।