নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:০৪। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচী পালন

সেপ্টেম্বর ৩, ২০২৫ ১১:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ফলজ-ভেষজ বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর-২৫) উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা,সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজ সেবক,আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে এর আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিকাল সোয়া ৫ টায় চন্ডিপুর বাজার সংলগ্ন মিঠুর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা শেষে জনগনের মধ্যে ফলজ-ভেষজ বৃক্ষের পাঁচশতাধিক চারা রোপন ও বিতরন করা হয়। এর আগে চন্ডিপুর বাজার মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।
আলোচনা সভায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি তথা জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জনকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  নুরের ওপর হামলায় সারাদেশে বিক্ষোভের ডাক, উপদেষ্টার পদত্যাগ দাবি

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান। উপজেলা যুবদলের নেতা বজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, মিঠুর পিতা (আবসরপ্রাপ্ত সেনা অফিসার) হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী,বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা, ছাত্র দলের নেতা ফারহান মাসুম, ফাহিম (অর্ক),যুবলের ওয়ার্ড নেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।