নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৯:০৮। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

স্বামীর চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী, ভেঙে যায় ৮ বছরের সংসার

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রেম মানে না বয়সের পার্থক্য। বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর ভালোবেসেই বিয়ে করেছিলেন কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতারকে। বয়সের ব্যবধান নিয়েও সে সময় আলোচনার ঝড় উঠেছিল।

১৯৭৪ সালে মারাঠি পরিবারে জন্ম ঊর্মিলার। মাত্র ৩ বছর বয়সেই অভিনয়ে পা রাখেন ‘কর্ম’ ছবির মাধ্যমে। বর্তমানে তার বয়স ৫০ বছর। অন্যদিকে মহসিন জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে। পেশায় তিনি কাশ্মীরি এম্ব্রয়ডারি ডিজাইনের ব্যবসায়ী। ঊর্মিলার চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও তাদের সংসারে তাতে বাধা আসেনি।

আরও পড়ুনঃ  তানোরে স্বেচ্ছা সেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

২০১৪ সালে মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে প্রথম দেখা হয় ঊর্মিলা ও মহসিনের। দুই বছর পর, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তারা। তবে টানা আট বছরের সংসারের পর হঠাৎই সামনে আসে বিচ্ছেদের খবর।

আরও পড়ুনঃ  সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

২০২৪ সালের শুরু থেকেই গুঞ্জন চলছিল, আলাদা হয়ে যাচ্ছেন এই জুটি। প্রথমে এ নিয়ে মুখ না খুললেও শেষ পর্যন্ত বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পড়ুনঃ  রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

যদিও বলিউডে বয়সের ফারাক থাকা জুটি এর আগেও নজর কেড়েছে। যেমন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস—প্রিয়াঙ্কা নিকের চেয়ে ১০ বছরের বড়। তবে তারা সংসার করলেও ঊর্মিলা-মহসিনের সংসার জীবন দীর্ঘ হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।