নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:৩৮। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় একজন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সোনারগাঁ থানার পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালান।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চায় আরাকান আর্মি

অভিযানে মহসিনকে গ্রেপ্তার করা হলে স্থানীয় সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জ্বল, ইকবাল, বাবুল, লিটন দাসসহ প্রায় ৩০-৪০ জন একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। একই সময়ে খাজা মিয়া নামে এক বিকাশ এজেন্টের দোকানে ভাঙচুর ও অর্থ লুটপাট করে তারা।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন : ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

পরবর্তীতে সোনারগাঁ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে আসামির হাতকড়া উদ্ধার করা গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাসেদুল হাসান খান বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুনঃ  তানোরে ভূল চিকিৎসা ও অনীয়মের অভিযোগে মহানগর ক্লিনিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও

এ বিষয়ে কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, বিষয়টি আমি শুনেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার সঙ্গে জড়িত নয় এ দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।