নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:২৯। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

জাপা নিষিদ্ধের দাবিতে শাহবাগে টায়ার জ্বালিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। সৃষ্টি হয় তীব্র যানজট। অবশ্য খবর পেয়ে পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  ১০ বিচারকের বদলির আদেশ

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের পরপরই মঞ্চ থেকে ঘোষণা হয়— তারা মিছিল নিয়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে যাবেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এরই মধ্যে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সিনিয়র নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  কিশোরীকে ধর্ষণ মামলায় কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

এ ঘটনার ২০ মিনিট পর পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। তখন নেতাকর্মীরাও এলাকা ছেড়ে চলে যান।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।