নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:০২। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ পালন

সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে একটি জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল বের করে রাজশাহী মহানগর গাউছিয়া কমিটি। নগরের শিরোইল থেকে বের করা এই মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা

এ সময় রাজপথে চলতে থাকে নানা ধর্মীয় স্লোগান, হামদ ও নাত। এ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনার নিন্দা জানান আয়োজকেরা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাথাপিছু আয় বেড়ে ২,৫৯৩ ডলার, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

পরে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী কারাগার, এতিম খানা ও হাসপাতালগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।