নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৬:০৩। ৭ সেপ্টেম্বর, ২০২৫।

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে ভালোবাসা এলেও আজ তিনি একেবারেই একা। নিজের মতো করেই জীবন সাজিয়ে নিয়েছেন তিনি। কাজের মধ্যে সব সময় ডুবে থাকতে চান। কিন্তু নিজের জীবনে কতটা সুখী অভিনেত্রী? সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে উঠে এসেছে তার মনের কিছু কথা।

মিমি যে রিলটি শেয়ার করেছেন, সেখানে তিনি তার কিছু মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে নেপথ্যে বেছে নিয়েছেন একটি অডিও, যা হয়ত তিনি নিজেই বলতে চান। ভিডিও চলাকালীন নেপথ্য শুনতে পাওয়া যায় একটি পুরুষ কণ্ঠ যে বলছে, ‘সব শক্তিশালী নারীর পেছনে এমন একটি গল্প রয়েছে যা কেউ জানে না।’

আরও পড়ুনঃ  শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না: ধর্ম সচিব

‘এমন গল্প যেখানে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, একা লড়াই করেছে যে লড়াই কারও চোখে পড়েনি। সে নিজের কাঁধে তুলে নিয়েছে পৃথিবীর সমস্ত ভার। সবকিছু করার মাঝেও সে বারবার একা হয়ে গিয়েছে।’

আরও পড়ুনঃ  প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

আরও শোনা যায়, ‘মানুষ ভাবে, সে সবকিছু একা করে ফেলবে কারণ সে খুব শক্তিশালী। কিন্তু তারা তো কেউ জানে না, রাতের অন্ধকারে সে বারবার নিজেকে প্রশ্ন করেছে। তার বিশ্বাস ভেঙেছে কাছের মানুষরাই। সবাই তখন চুপ করেছিল যখন সবার কথা বলার প্রয়োজন ছিল। একটা সময় সে শক্ত হয়ে গিয়েছে।’

শেষাংশে শোনা যায়, ‘সে একদিন বুঝেছে যে জীবনে তার পাশে শুধুমাত্র সেই থাকবে। আর কেউ থাকবে না। সে বুঝেছে নকল বন্ধু বেশিদিন স্থায়ী থাকে না। নিজেকেই নিজের জন্য লড়তে হয়। তাই সে যে ভালোবাসা বিলিয়ে দিয়েছিল, সেটা এখন নিজেকে দেয়। আবার সে উঠে দাঁড়িয়েছে।’

আরও পড়ুনঃ  আপনাকে দেখে জুনিয়র অফিসাররা শিখুক, সারওয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টা

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন মিমির কখনও মসৃণ ছিল না। যদিও এখন মিমি আগের থেকে অনেক বেশি পরিণত। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘রক্তবীজ ২’ ছবির প্রচার নিয়ে। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৬ সেপ্টেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।