নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৭:০৩। ৯ সেপ্টেম্বর, ২০২৫।

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৫ ৯:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়বেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির। সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এ প্যানেল ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল।

আরও পড়ুনঃ  তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন— ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এ আর রাফি খান, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) এবং সদস্য মিনারুল ইসলাম মেঘ।

আরও পড়ুনঃ  বাংলাদেশের পর রেকর্ডের পাতায় আফগানিস্তান

এ ছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।

শুধু কেন্দ্রীয় নয়, রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের জন্যও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাঁ থেকে রাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস নাফিউল জীবন ও এজিএস জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

এদিকে রাকসু নির্বাচনে ব্যাপক সাড়া পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে মোট ৩৯৫টি এবং ১৭টি হল সংসদের জন্য ৭৫৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ রোববার (৭ সেপ্টেম্বর)। ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।