নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:৩৯। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৩৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে। এতে এককভাবে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার সুযোগ থাকে না, কালোটাকা ও পেশিশক্তির দৌরাত্ম্যও কমে যায়।

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচন আপিল বিভাগে শুনানি আজ

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, “৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়। এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়?”

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার ৩

তিনি আরও বলেন, “দেশের মানুষ প্রাণ দিয়েছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের ক্ষমতায় আনার জন্য নয়। প্রয়োজন হলে আবারও মানুষ রাজপথে নেমে দেশকে মুক্ত করবে।”

আরও পড়ুনঃ  পাকিস্তানে পৃথক ৩ সন্ত্রাসী হামলায় নিহত ২২

সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।