মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ ও সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সভাপতি ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়, আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, শাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি মোঃ গোলাম সরোয়ার স্বপন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন সরদার, মকবুল হোসেন সহকারি শিক্ষক জীববিজ্ঞান,আবু বক্কর সিদ্দিক সহকারী শিক্ষক ইংরেজি, জালাল উদ্দিন সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা, কছিম উদ্দিন শাহ বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সভাপতি কালিকাপুর ইউপি, ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলীসহ অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটি ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই শিক্ষা অর্জনই জরুরী। মেয়েরা সমাজের বোঝা নয়, সেজন্য বাল্যবিবাহ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে।