নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। ভোর ৫:২৯। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

‘অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য’

সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:২৯
Link Copied!

অনলাইন ডেস্ক : অপেক্ষার পালা শেষ। আর কিছুক্ষণ পর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। শুরুর দিনে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্টির কথা। দলের প্রত্যেকে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চটা দিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  একদলীয় শাসনব্যাবস্থার বিলুপ্তি ঘটাতে পিআর পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই: অধ্যক্ষ শাহাবুদ্দিন

লিটন বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।’

অবশ্য ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরেই দেখছেন না। লিটন বলেন, ‘না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুনঃ  রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

অতীত ইতিহাসকে পেছনে ফেলে এবার শিরোপা ছুঁতে চান লিটন। জানান, ‘আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।