নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। ভোর ৫:৪৩। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারায় খাদ্য গুদামে পচা চাল কান্ডে জড়িতদের বিচার ও স্থানীয়দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:১৮
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার সরকারী খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল কান্ডে জড়িতদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুবিধাভোগী গরীব দুস্থ ও অসহায়দের পক্ষে স্থানীয়দের ব্যানারে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ।

সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের দোসর উপখাদ্য পরিদর্শক (এলএসডি) বাচ্চু মিয়া ও উপজেলা চাল মিলকলের সভাপতি মনিরুজ্জামান চঞ্চল, আনোয়ার হোসেন, সামসুর রহমানসহ কতিপয় ব্যক্তিরা পচা ও নিম্নমানের চাল গোডাউনের ঢোকানোয় বর্তমান অন্তর্বর্তী সরকারের মান ক্ষুন্ন করেছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘গরীব অসহায়রা অত্যন্ত কষ্ট করে টাকা সংগ্রহ করে, লাইনে ৩/৪ ঘন্টা দাঁড়িয়ে যে চাল সংগ্রহের পর বাড়িতে নিয়ে ভাত রান্না করে না খেতে পারা কষ্টের বিষয়।’ সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা, খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  পাঁচ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মীর মাসুদ, পৌর যুগ্ম আহবাযক আলমগীর হোসেন আলম, পৌর ছাত্রনেতা হালিম, স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়ের আলম রকিসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুদবাদ জানিয়ে তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিম্মমানের চাল সংগ্রহ ও বিতরণের বিষয় খবর পেয়ে তদন্ত করতে গত বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) উপজেলা খাদ্য গুদামে যান। এ সময় নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, রোগীদের সাথে প্রতারণার অভিযোগ

তাঁরা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান। এ সময় সেখানেথাকা চালের বস্তা ছিদ্র করে দেখেন। সেখানে দুর্গন্ধ পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পান। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বোরা মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭২৩ মেট্রিক টন ধান কেনা চালের অধিকাংশই পচা ও নিম্ন মানের।

অভিযোগ রয়েছে, ধানগুলো থেকে চাতাল মালিকদের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে চাল করে গুদামে মজুদ করার বিধান রয়েছে। এতে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কতিপয় স্বার্থনেষীদের আতাঁত করে নিম্নমানের চাল কিনে গুদামে রেখেছেন। এছাড়াও মিলারদের কাছ থেকেও নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়ার প্রক্রিয়া করা হয়। সেখানে চালগুলো পচা,দুর্গন্ধ ও নিম্নমানের বলে অভিযোগের সত্যতা মিলে।

আরও পড়ুনঃ  ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, আচরণবিধি নিয়ে প্রশ্ন

এরপর পরই উপখাদ্য পরিদর্শক (এলএসডি) বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্ত করা হলে বিষয় নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না। সংবাদ সম্মেলনে পচা চাল কান্ডে জড়িততের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি করা হয়। পাশাপাশি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান চঞ্চলকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।