নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:৩১। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস

সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : নেপালে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডুু-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের সর্বশেষ আপডেট ও তথ্য জানতে বিমানের নিম্নলিখিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বরসমূহ:

আরও পড়ুনঃ  রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কান্ট্রি ম্যানেজার, কাঠমান্ডু অফিস: +৯৭৭ ৯৮৫১০৩৭৫১০

স্টেশন ম্যানেজার: +৯৭৭ ৯৮৫১০২৬১৫৯

সেলস ডিপার্টমেন্ট: +৯৭৭ ৯৮৪৭৯১৮৪০২

দূতাবাসের তথ্য মতে, বর্তমানে প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিক কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাঁদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি সফরে আসা ফুটবল খেলোয়াড় রয়েছেন। তবে ব্যক্তিগত ভ্রমণে আসা বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ: গ্রেপ্তার ৩

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের কাছ থেকে তাদের হটলাইনে ইতোমধ্যে ৩৫০টিরও বেশি কল এসেছে। অধিকাংশ কলেই বিমান ফ্লাইট সূচি, বিলম্ব এবং পুনঃনির্ধারণ সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মুহাম্মদ (সা.)-এর কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়

আনুমানিক ৫০০ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা এবং নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে ফ্লাইটগুলো পুনঃনির্ধারণ করা হবে বলে দূতাবাস জানিয়েছে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।