নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:১০। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই তরুণ নিহত

সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নবীনগর হাউজিং এলাকায় ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন হানিফ (২২) ও সুজন (২৩)। আহত শরিফ (২২) ও ফয়সাল (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  এশিয়া কাপের পরিবর্তিত সূচি, কবে কখন কার খেলা: একনজরে দেখে নিন

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. আশরাফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় দুজনকে ধরে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  একদলীয় শাসনব্যাবস্থার বিলুপ্তি ঘটাতে পিআর পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই: অধ্যক্ষ শাহাবুদ্দিন

এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকার ১১ নম্বর সড়কে অনুরূপ ঘটনায় আরও একজন নিহত ও একজন আহত হন।

আরও পড়ুনঃ  যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ— নিজের প্রসঙ্গে স্বস্তিকা

বিকেলে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।