নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:১৯। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল ঐক্যমত্য কমিশনের বৈঠক

সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি) আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  ‘অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য’

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হবে এবং এতে সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে বলে আজ কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের বিস্তারিত মতামত প্রদান করবে, যেখানে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।