নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:২২। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স ১০১ কোটি ৮০ লাখ ডলার

সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৩১ লাখ ডলার।

বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছর এই সময়ে রেমিট্যান্স ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।

তিনি আরও জানান, শুধুমাত্র ৯ সেপ্টেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এছাড়া, চলতি অর্থবছরের শুরু থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ১০ শতাংশ বেশি।

আরও পড়ুনঃ  বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

এর আগে গত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

আরও পড়ুনঃ  সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির প্রতিবাদ সভা

উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।