নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:০৯। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টেম্বর ১২, ২০২৫ ৫:০৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছে থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৭৫০০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় পবা থানার ছোট আমগাছী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও ২ শিক্ষার্থী

গ্রেপ্তারকৃতরা হলেন পবা থানার ছোট আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো: কুরাইস আহম্মেদ অরফে মনি (৫০), বেলপুকুর থানার বড় ধাধাইস এলাকার আ: রাজ্জাকের ছেলে মো: আকরাম হোসেন (৩৮) এবং কাটাখালী থানার কাপাশিয়া এলাকার মৃত হাবিববুর রহমানের ছেলে মো: নজরুল ইসলাম (৫৫)।

আরও পড়ুনঃ  মান্দায় অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তারা শুধু ফেনসিডিল নয়, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন, প্রার্থিতা ফিরে পেলেন বাতিল হওয়া ৫ জন

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত মো: কুরাইস আহম্মেদ অরফে মনির বসতবাড়ী তল্লাশী করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।